আগুনে ভস্মীভূত হয়ে গেল একাধিক ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান

3rd September 2021 7:02 pm মালদা
আগুনে ভস্মীভূত হয়ে গেল একাধিক ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান


দেবাশীষ পাল ( মালদা ) :   ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মালদহের হরিশ্চন্দ্রপুর হাটখোলা বেশ কয়েকটি মাছের আরোত সহ একটি চায়ের দোকান। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা। অল্পের জন্য রক্ষা পেল হরিশ্চন্দ্রপুর থানা ক্যাম্পাসও। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সব কিছু হারিয়ে পথে বসেছেন অসহায় চায়ের দোকান দার সহ অন্যান্য মাছ ব্যবসায়ীরা। এলাকার বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পায় হরিশ্চন্দ্রপুর থানার ভবন এবং হাটখোলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার সঙ্গে সঙ্গে  দমকলে খবর দেওয়া হয় কিন্তু দমকল আসতে দেরি করায় আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে যায় হাটের বেশ কয়েকটি ব্যবসায়ীদের ঘর।

স্থানীয় সূত্রের খবর  হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হাটখোলাতে পশ্চিম দিকের কোনায় আগুন লক্ষ‍্য করেন বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় ও হাটের ঘরগুলি পুড়ে যাওয়ার শব্দ শুনে জেগে ওঠেন এলাকার বাসিন্দারা। তারা জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। হাটের একটি চায়ের দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করা আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আরো ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একটি চায়ের দোকান সহ বেশ কতকগুলি মাছের আরত পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই চায়ের দোকান থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এখানে কোন ইলেকট্রিক কানেকশন নেই, তাহলে শর্ট সার্কিট প্রশ্ন নেই। এর পিছনে তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগিয়েছেন।ভোর রাতের এই ঘটনার জেরে যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তবে এলাকার বাসিন্দা ও দমকলের তৎপরতার জেরে অল্পের জন্য রক্ষা পেল থানার ক্যাম্পাস এবং সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হাট।





Others News